চাবি
নকবা’র পর এমন অনেকেই যাঁরা স্বদেশভূমি প্যালেস্তাইন ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন, তাঁরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন কোঁচড়-ভরা স্মৃতি। যতটুকু পারেন। তাঁরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ফেলে আসা, চিরতরে বন্ধ হয়ে পড়ে থাকা কোঠাবাড়ির সদর-অন্দরের চাবির থাক। রুমালে বাঁধা মখমলি ফুল। যে ফুল শুকিয়ে খাক হয়ে আসবে অনেক দিন। যে চাবির দরজাগুলোকে বারুদে ওড়াবে ইজরায়েলি ট্যাঙ্ক। মরিয়মরা তবু চাবি আঁকড়িয়ে থাকবেন। অটুট বিশ্বাস তাঁদের। একদিন তাঁরা আবারও স্বদেশে ফিরবেন। মাটির স্পর্শ জুটবে তাঁর।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 06 February, 2024 | 265 | Tags : Short Story on Palestine Refugee Nakba 1948